বহু বছর ধরে যে সপ্ন দেখছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থক অবশেষে সেই সপ্ন ধরা দিল বাংলায়।আমাদের হয়তো আজেন্টিনার মত মেসি নেই তবে বাংলাদেশের জন্য তিনি মেসি থেকে কম নয়।বহু বছর থেকে বাংলার ফুটবল যখন তলানিতে পড়ে যাচ্ছে সেই ফুটবলকে নতুন প্রাণ দিতে আসছে নতুন পোষ্টার বয় নাম হামজা দেওয়ান চৌধুরী।ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজা খেলেন লেষ্টার সিটিতে।বর্তমানে শেফিল্ড ইউনাইটেড তাকে ধাঁরে নিয়েছে।সেখানে ডিফেন্স মিডফিল্ডার হিসাবে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। তবে দলের প্রয়োজনে তিনি এটাকিং মিডফিল্ডে ও খেলেন।হামজার সফর মূলত ২৫ ই মার্চ শিলং এ অনুষ্ঠিত ভারতে বিপক্ষে এএফসি বাঁচাই পর্বের।আজকে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী বিমানবন্দর এ অবতরণ করবে সকাল ১১:৩০ মিনিট এ। সেখান থেকে তার গ্রামের বাড়িতে। আগামীকাল বিকালে যোগ দিবেন বাফুফের ক্যাম্প এ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে উষ্ণ সংবর্ধনা দিবে।এরপরের দিন জাতীয় দলের সাথে ভারতের উদ্দেশ্য রওয়ানা হবেন।