মো:শাহাদাত হোসেন ভূঁইয়া
সম্পাদক
ঢাকা নিউজ বিডি অনলাইন(ডিএনবি নিউজ)
"এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। "
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সেই উক্তি যে বর্তমান বিশ্বকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে
এই পৃথিবীর মানবতা ধংশের জন্য ইসরাইল বা তার দোসর আমেরিকা দ্বায়ী নয়। তাদের থেকে হাজার হাজার গুন বেশি দ্বায়ী সেই আরব বাদশারা যারা দুনিয়ার রং তামশার মধ্যে ফিলিস্তিনি শিশুদের আত্মনার্দ কর্নপাত করেন না।ফিলিস্তিনিদের কান্না বিশ্বের প্রতিটা কোনায় মানবতাবাদী মানুষের হৃদয় স্পর্শ করে কিন্তু পাশেই থাকা মিশর,সৌদি, আরব আমিরাত,কুয়েত, বাহারাইন,কাতারের শেখদের কানে পৌছায় না।এক তুরস্কের শুধু মুখেই বুলি কিন্তু কার্যত কেন ব্যাবস্থায়ী করেনি রিসেফ তায়েফ এরদোয়ান।রাজনীতির মাঠ কাঁপাতে ফিলিস্তিনের নিয়ে কিছু কথা বলে কিন্তু কার্যকর কোন ব্যাবস্থা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সেই প্রশ্ন থেকেই যায়।অথচ এই তুরস্কের হাতে আছে বর্তমানের সবচেয়ে আধুনিক ড্রোন বিমান,যুদ্ধ বিমান যারা চাইলেই ১ সাপ্তাহ্কে নিশ্চিহ্ন করতে পারে।ফিলিস্তিনের জনগনের ভাগ্য খারাপ তারা কেন মসজিদুল আল আকসার জিম্মাদারি নিয়েছে। তারা যদি আবর শেখদের মত ইহুদি বাদীদের জন্য আল আকসা ছেড়ে দিতো তাহলে এতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হতো না।সেই আরব নেতাদের কাড়ি কাড়ি টাকা থাকার পরেও ফিলিস্তিনিদের জন্য তাদের মনে একটু সহানুভূতি হয় না।প্রবল ইচ্ছাশক্তি আর ফিলিস্তিনি ভাইদের সাথে লড়াই করে যাচ্ছেন ইয়েমেনের হুতি মুজাহিদরা, লেবাননের হিজবুল্লাহ্। কিন্তু ৫৭ টা মুসলিম রাষ্ট নেতারা যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় তাহলে ইজরায়েলের নিশ্চিহ্ন থাকবে না।
সম্পাদক : মো: শাহাদাত হোসেন ভূঁইয়া, যোগাযোগ : ০১৭৮৭৪৫৬৫৬৫, ইমেইল :dhakanewsbdonline@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত